কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সুইজারল্যান্ডে গরুর গলায় ঘণ্টা থাকবে কি না, গণভোটে সিদ্ধান্ত

সবুজ চারণভূমিতে গরুর পাল ঘাস খাচ্ছে। তাদের গলায় ঝোলানো ঘণ্টা সারাক্ষণই টুংটাং করে বাজছে। এটি সুইজারল্যান্ডের অন্যতম একটি প্রতীক। তবে সবারই যে ঐতিহ্যবাহী এই প্রথা ভালো লাগে, বিষয়টি এমন নয়।

চলতি বছরের শুরুর দিকে মধ্য সুইজারল্যান্ডের আরওয়ানগেন গ্রামে এ নিয়ে অভিযোগ দায়ের হয়। সেখানে বলা হয়, একটি আবাসিক এলাকার পাশের মাঠে থাকা ১৫টি গরু রাতভর থাকে। এদের গলায় বাঁধা ঘণ্টার শব্দে রাতে ঘুমানো দায়।

মাঠের পাশে ভাড়ায় থাকা অ্যাপার্টমেন্টের দুই জোড়া দম্পতি মাঠের ওই গরুগুলোর গলায় থাকা ঘণ্টা যাতে কৃষক রাতের বেলা সরিয়ে নেন, সে জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। কিন্তু ঘণ্টার ঐতিহ্যবাহী ব্যবহার রক্ষায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এ নিয়ে তাঁরা ভোটের দাবি তোলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন