কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সফল হতে চাইলে ৮ ধরনের মানুষকে এড়িয়ে চলুন

অনেকের কাছে সাফল্য মানে টাকা, কেরিয়ারে উন্নতি। অনেকে চান সুন্দর পরিবার। আবার অনেকের কাছে সাফল্য মানে শান্তিপূর্ণ, ঝামেলাহীন জীবন। আপনার সাফল্যের সংজ্ঞা যা-ই হোক না কেন, তাতে বাধা আসার পদ্ধতি কিন্তু একই ধরনের। অনেক সময়ে আমাদের আশেপাশের মানুষদের আচরণই আমাদের ব্যর্থতার কারণ হয়ে ওঠে। তাদের জন্য আমরা প্রত্যক্ষভাবে প্রভাবিত হই। আর তার ফলে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই। কেমন মানুষদের কথা বলা হচ্ছে?

সেই মানুষ আপনার সহকর্মী, আত্মীয় এমনকি বন্ধুও হতে পারে। এদেরই আচরণে আপনার মন অস্থির হতে পারে। তাই এমন মানুষদের জীবন থেকে দূর করে দিন।

সফল হতে চাইলে এই ৮ ধরনের মানুষ এড়িয়ে চলুন:

কথার খেলাপ করেন যারা

কথা দিয়ে তা রাখেন না, এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। এদের সঙ্গে মিশলে বারবার হতাশই হতে থাকবেন।

টাকার গরম দেখান এমন মানুষ

কেউ দেখা হলে খালি নিজের টাকার গল্প শোনাতে থাকেন? এমন আত্মকেন্দ্রিক ব্যক্তিদের বাদ দিন।

সব কথায় না বলেন যারা

সব কথার যারা নেতিবাচক জবাব দেন, তাদের জীবন থেকে বাদ দিন। এতে আপনার আত্মবিশ্বাসে প্রভাব পড়বে। 

পরচর্চা করেন যারা

অন্যের সমালোচনা করতে থাকেন, এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। এতে আপনার সময় ও স্বভাব নষ্ট হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন