কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বেড়েছে শীতের তীব্রতা, বিপাকে স্বল্প আয়ের মানুষ

তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষজন। ঠান্ডায় কাজে যেতে না পারায় দুর্ভোগ বেড়েছে তাদের।  

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। দিনের অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকছে সূর্য। গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলের তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। ঠান্ডায় গরম কাপড়ের অভাবে সবচেয়ে দুর্ভোগে পড়েছে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের অতি দরিদ্র মানুষগুলো। 

সদরের যাত্রাপুর ইউনিয়নের বলতি পাড়া গ্রামের কৃষি শ্রমিক সাহেব আলী বলেন, এত ঠান্ডায় মানুষ তো বিছানা থেকে ওঠে নাই, আর আমরা কাজের জন্য মাঠে যাচ্ছি। কাজ করতে গিয়ে হাত পা বরফ হয়ে যায়  কিন্তু, কাজ না করলে তো আর সংসার চলবে না।

সদরের পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকার রহিমা বেগম বলেন, গতকাল থেকে খুবই ঠান্ডা  পড়ছে। ঠান্ডায় বাহির হওয়া যাচ্ছে না। ছোট ছোট বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন