কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দীর্ঘদিন মেকআপের জিনিস ভাল রাখবেন কীভাবে

মেকআপ করতে ভালোবাসেন। কিন্তু ত্বকের ক্ষতি করতে চান না। তাই বেশি দাম দিয়ে নামী-দামি কোম্পানির মেকআপ প্রোডাক্ট কিনে থাকেন অনেকেই।

তবে অনেক মেকআপ আছে যেগুলো প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন পড়ে না। মাঝে মধ্যে অনুষ্ঠানে কিংবা কোনও উৎসবে ভারী মেকআপে প্রয়োজন হয়। ফলে কম ব্যবহারের কারণে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার ভয় তো থাকেই। এ ছাড়া ব্যবহারের ভুলেও অনেক সময় দামি প্রসাধনী নষ্ট হতে পারে।

তাই দীর্ঘদিন কীভাবে মেকআপের জিনিসপত্র ভালো রাখা যায় সেক্ষেত্রে কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন।

১. রোদ থেকে দূরে রাখুন
ওষুধের মতোই মেকআপ প্রসাধনীতেও সরাসরি রোদ লাগানো যায় না। রোদ লাগলে তা অক্সিডাইজ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। অয়েল বেস্‌ড প্রসাধনীতে রোদ লাগলে, তা আবার গলে যায়।

২. ভাল করে সংরক্ষণ করুন
প্রসাধনী সংরক্ষণের ব্যবস্থার উপরে নির্ভর করে তা কতদিন পর্যন্ত ভাল থাকতে পারে। অনেকেই লিপস্টিক, নেলপলিশ ফ্রিজে রেখে দেন। চাইলে ফাউন্ডেশন, কনসিলার, আইশ্যাডো— সবই ফ্রিজে চালান করে দিতে পারেন।

৩. প্রসাধনী অন্যের সঙ্গে ভাগ না করাই ভাল
অনেক সময়েই নিজের লিপস্টিক, কাজল, বা ব্লাশ অন সহকর্মীকে ব্যবহার করতে দেন। নিজের প্রসাধনী অন্য কারও সঙ্গে ভাগ করে নিতে বারণ করা হয় পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। তবে ব্যাকটেরিয়া সংক্রমণের হাত থেকে প্রসাধনী বাঁচিয়ে রাখতে চাইলেও তা অন্যকে ব্যবহার করতে না দেয়াই ভাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন