কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রিজার্ভের হিসাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবাদ

প্রথম আলোয় গতকাল মঙ্গলবার প্রথম পৃষ্ঠায় ‘ব্যবহারযোগ্য রিজার্ভ কমে ১৬ বিলিয়ন ডলারের নিচে’ শীর্ষক প্রতিবেদনটির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনে ‘ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি ডলারের কম’ রয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে গ্রস বা মোট রিজার্ভ স্থানীয় বিনিয়োগসহ হিসাবায়ন হয়।

অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী স্থানীয় বিনিয়োগ ব্যতীত হিসাবায়ন হয়। বিপিএম-৬ পদ্ধতিতে হিসাবকৃত রিজার্ভ তাৎক্ষণিক ব্যবহারযোগ্য ও গ্রস রিজার্ভ বিনিয়োগ আদায় সাপেক্ষে ব্যবহারযোগ্য। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ পদ্ধতিতে হিসাবকৃত রিজার্ভ ১৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। অর্থাৎ বিপিএম-৬ অনুযায়ী প্রদর্শিত সম্পূর্ণ রিজার্ভই ব্যবহারযোগ্য। ভবিষ্যতে জনমনে বিভ্রান্তি এড়াতে গ্রস ও বিপিএম-৬ রিজার্ভ হিসাবের তথ্য পরিবেশনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা উচিত মর্মে বাংলাদেশ ব্যাংক মনে করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন