কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ধূমপান নিষিদ্ধ করছে না নিউ জিল্যান্ড

ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে বিশ্ব জনস্বাস্থ্যে নেতৃত্বস্থানীয় পর্যায়ে উঠে আসা নিউ জিল্যান্ডের নতুন সরকার এখন এ সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা ঘোষণা করেছে। কর কর্তনে রাজস্ব আয়ের ক্ষতি পুষিয়ে নিতে এমন উল্টো-মোড় নিচ্ছে দেশটি।

নিউ জিল্যান্ডের স্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন সরকারের এ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। নিউ জিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাক নিয়ন্ত্রণ গবেষক প্রফেসর রিচার্ড এডওয়ার্ড বলেছেন, “আমরা হতভম্ব, বিরক্ত। বিশ্বের নেতৃস্থানীয় একটি চমৎকার স্বাস্থ্য ব্যবস্থার বিপরীতে এ এক অবিশ্বাস্য পদক্ষেপ।”

নিউ জিল্যান্ডের বেশির ভাগ স্বাস্থ্য সংগঠনই সরকারের ঘোষণায় হতবাক হয়েছে এবং এমন সিদ্ধান্ত থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে বলে বিবিসি-কে জানান এডওয়ার্ড।

নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ড্রুনের নেতৃত্বাধীন সরকার ধূমপান নিষিদ্ধ করতে একটি আইন প্রবর্তন করেছিল; যার আওতায় ২০০৮ সালের পরে জন্ম নেওয়া মানুষদের জন্য ২০২৪ সাল থেকে সিগারেট কেনা নিষিদ্ধ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন