কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঋণ আর বাণিজ্যে এখন বড় অংশীদার ভারত

প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গত দেড় যুগে আগের যেকোনো সময়ের তুলনায় আরও ঘনিষ্ঠ হয়েছে। এ সময়ে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য কয়েক গুণ বেড়েছে। ভারতের এক্সিম ব্যাংকের সবচেয়ে বড় ঋণগ্রহীতা দেশ এখন বাংলাদেশ। এখন পর্যন্ত যে ৬২টি দেশকে ভারতের এই ব্যাংকঋণ দিয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ঋণ পেয়েছে বাংলাদেশ।

প্রায় দুই দশক আগে ভারতের এক্সিম ব্যাংক প্রথম লাইন অব ক্রেডিটের (এলওসি) ধারণা নিয়ে বিভিন্ন দেশকে ঋণ দেওয়া শুরু করে। ২০০৩-০৪ অর্থবছরে এই উদ্যোগের যাত্রা শুরু। এক্সিম ব্যাংক ভারতের রপ্তানি, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন দেশকে ঋণসহায়তা দিতে থাকে। ২০১০ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ১০০ কোটি ডলারের লাইন অব ক্রেডিট পায়।

এরপর গত এক যুগে বাংলাদেশ এক্সিম ব্যাংকের সবচেয়ে বড় ঋণগ্রহীতা দেশে পরিণত হয়েছে। ঋণগ্রহীতার এই তালিকায় আছে ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, কিউবা, নাইজেরিয়া, সিরিয়া, মিয়ানমার, সেনেগাল, কঙ্গো, ঘানা, আইভরি কোস্ট, অ্যাঙ্গোলার মতো দেশ। তবে কোনো দেশই বাংলাদেশের অর্ধেক পরিমাণ ঋণও নেয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন