কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাজনৈতিক সহিংসতা : ভাঙছে সামাজিক বিশ্বাস, ক্ষতি হচ্ছে প্রগতির

দ্বন্দ্ব সত্য এবং দ্বন্দ্ব প্রগতি। কিন্তু তা হয় ঐক্যের সাধনায়। আমাদের রাজনীতিতে সেই চেষ্টা নেই। সারাক্ষণ গলা ফাটিয়ে, শিরা ফুলিয়ে গালির বক্তৃতা দিয়ে, আস্তিন গুটিয়ে আর পেশি প্রদর্শন করে আক্রমণের জন্য ছুটে চলার বীরগাঁথা রচনা করে চলেছে বাংলাদেশের রাজনীতি। এতে করে রাজনীতিতে বিদ্বেষ আর জিঘাংসার চর্চা বাড়ছে।

রাজনীতিবিদরা একে অন্যের প্রতি সামান্য আস্থা রাখতে পারছেন না বিধায় সামাজিক বিশ্বাসও একেবারে নেই হয়ে যাচ্ছে। সমাজের প্রতি, মানুষের প্রতি যে সামান্য আগ্রহ যাকে আমরা বলি সেন্স অব বিলঙ্গিং (Sense of Belonging)—তা আর থাকছে না একেবারেই। তার বড় প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতেও।

ডলার সংকট, নগদ টাকার সমস্যা, রাজস্ব ঘাটতি এবং দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি অর্থনীতির তত্ত্ব ও যুক্তি দিয়ে দেখিয়ে দেওয়া যায়। কিন্তু, এইসবের ওপর সামাজিক বিশ্বাসের কী প্রভাব পড়ছে, তা পরিসংখ্যান দিয়ে সরাসরি ধরা যাবে না। কিন্তু তা আঁচ করা যায়। যে সমাজে পারস্পরিক বিশ্বাস বেশি, সেইখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও তাৎপর্যপূর্ণভাবে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন