কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ট্রান্সজেন্ডার হয়ে এত সহজে সরকারি হোস্টেলে সিট পাব তা স্বপ্নেও ভাবিনি’

বাসা খুঁজতে গিয়ে ‘টু লেট’ দেখে একটি নম্বরে ফোন দেন জারা রহমান। অপরপ্রান্তে ফোন ধরেন বাড়িওয়ালা। কথাবার্তার একপর্যায়ে বাসা ভাড়া ঠিক হয়। কিন্তু জারা যখন বলেন, তিনি একজন ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী (ছেলে থেকে মেয়ে হয়েছেন)। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেন বাড়িওয়ালা। জারার মোবাইল নম্বরটিও ব্লক করে দেন।

জারা রহমান বলেন, ‘সরাসরি বাড়ি খুঁজতে গেলে এক বয়স্ক বাড়িওয়ালি ভাড়া ঠিকঠাক করে জানালেন, আমাকে তাঁর খুব পছন্দ হয়েছে। এরপর তাঁকে যখন ট্রান্স উইমেন বলে আমার পরিচয় দিলাম তিনি বিষয়টি ঠিক বুঝতে পারলেন না। তখনো বললেন, সমস্যা নেই। কিন্তু তাঁকে যখন জানালাম আমি ছেলে থেকে মেয়ে হয়েছি, তখন দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। এরপর তাঁর স্বামীকে পাঠালেন। তিনি এসে বললেন, তাঁরা কোনো হিজড়াকে বাসা ভাড়া দেবেন না।’ রাজধানীর মহাখালীসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিতে গিয়ে জারা রহমানের এমন অভিজ্ঞতা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন