কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পন্টিং-ধোনিকে ছাড়িয়ে যাওয়া সর্বোচ্চ শিরোপাজয়ী অধিনায়কের অবসর

শিরোপাজয় তো অস্ট্রেলিয়ার কাছে নিয়মিত ব্যাপার। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে নিজেদের ক্যাবিনেট অস্ট্রেলিয়া পূর্ণ করেছে আইসিসি ইভেন্টের একের পর এক শিরোপা দিয়ে, যেখানে আইসিসি ইভেন্টে সর্বোচ্চ শিরোপাজয়ী অধিনায়ক হচ্ছেন মেগ ল্যানিং। সেখানে ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দিলেন।

এ বছরের ফেব্রুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ষষ্ঠ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হেক্সা মিশনের নেতৃত্বে ছিলেন ল্যানিং, যার মধ্যে ল্যানিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪, ২০১৮, ২০২০, ২০২৩—চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ের পাশাপাশি ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ অধিনায়ক হিসেবে জিতেছেন ল্যানিং। পাঁচ শিরোপা জিতে পুরুষ-নারী সব ধরনের ক্রিকেটে সর্বোচ্চ আইসিসি ইভেন্টের শিরোপাজয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। অধিনায়ক হিসেবে ৪ আইসিসি ইভেন্টের শিরোপা জিতে পন্টিং আছেন দুইয়ে। আর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিতেছে ৩টি আইসিসি শিরোপা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন