কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওয়াশিং মেশিনে জুতা ধোয়ার উপায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১৬:১৪

পছন্দের স্নিকার্স নিয়মিত ব্যবহারে দুর্গন্ধ সৃষ্টি হয় আর ময়লা হয়। এ ধরনের জুতা ধোয়া কিছুটা ঝামেলাজনক।


তবে কৌশল জানা থাকলে ওয়াশিং মেশিনে খুব সহজে ধুয়ে নেওয়া যায়।


কতদিন পর পর জুতা পরিষ্কার করতে হয়


“যদি প্রতিদিন একই জুতা ব্যবহার করা হয় তাহলে প্রত্যেক সপ্তাহে একবার করে পরিষ্কার করে নেওয়া উচিত। তবে তা নির্ভর করবে সে জুতা কখন এবং কীভাবে পরা হচ্ছে সেটার ওপর”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন গৃহকর্ম ও আসবাবপত্রের দাগ ওঠানো বিষয়ক অভিজ্ঞ পরামর্শক ম্যারি মার্লো লিবার্টি।


“অধিকাংশ জুতাই ময়লা হলে বা দুর্গন্ধ দেখা দিলে পরিষ্কার করতে হয়। তবে কখনও যদি জুতায় কাদা লেগে যায় তাহলে যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলা উচিত। এতে দাগ স্থায়ী হওয়ার সম্ভাবনা হ্রাস পায়”- পরামর্শ দেন ম্যারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও