কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাজনৈতিক সংঘাতে ভুগবে অর্থনীতি

ডলার–সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের নিম্নমুখী অবস্থা ও উচ্চ মূল্যস্ফীতির চাপে দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ। এখন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি।

বহুদিন পর হরতাল ডাকা হয়েছে আজ। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ কাঁপাচ্ছে সরকারি ও বিরোধী দল। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠায় আছেন গবেষক–অর্থনীতিবিদ, ব্যাংকার ও ব্যবসায়ীরা। সবার এক কথা, রাজনৈতিক সংঘাতে আরও ভুগবে অর্থনীতি।

রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এবং এ কে খান গ্রুপের পরিচালক আবুল কাসেম খান। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা উদ্বিগ্ন, চিন্তিত। ব্যবসায়ীরা সব সময় শান্তিপূর্ণ অবস্থা আশা করে। কারণ, শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকলেই অর্থনীতির চাকা চাঙা থাকে।’

আবুল কাসেম বলেন, ‘অর্থনীতি এমনিতেই খারাপের দিকে রয়েছে। রিজার্ভের পতন ঠেকছে না। আছে ডলার–সংকট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও শেষ হচ্ছে না। ওই যুদ্ধের খারাপ ফল আমরা এখনো ভোগ করছি। নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক সহিংসতা, যা আমাদের চিন্তায় ফেলে দিয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন