কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঘূর্ণিঝড়: কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পৌনে পাঁচ লাখ মানুষ, প্রায় ৩৮ হাজার বাড়ি

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারে প্রায় পাঁচ লাখ মানুষ ও ৩৮ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক এখনো স্বাভাবিক না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন মানুষ।

বৃহস্পতিবার ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য প্রকাশ করে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৭০টি ইউনিয়নেই ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৫৪৯ জন।

ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ হাজার ৮৫৪টি বসতবাড়ি। এর মধ্যে পাঁচ হাজার ১০৫টি সম্পূর্ণ এবং ৩২ হাজার ৭৪৯টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহেশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড এলাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন