কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কৃতিকার প্রশান্তির মিশন

বাবার ইচ্ছা, মেয়ে হবে সেনাসদস্য। আর মেয়ের ইচ্ছা পাইলট হওয়া। তবে কীভাবে যেন মেয়ে হয়ে গেলেন প্রশিক্ষক, একেবারে সনদধারী জুম্বা ও ফিটনেস প্রশিক্ষক।

গুলশানের একটি জিমে যেতে বলেছিলেন কৃতিকা। সে জিমের ভেতর ঢুকতেই ভারী ভারী ডাম্বেল, ট্রেডমিল, সাইকেলের ক্যাঁচক্যাঁচ শব্দ কানে এল। শীতাতপনিয়ন্ত্রিত সেই জিমে যন্ত্রের ধাতব শব্দ ছাপিয়ে হালকা একটা মিউজিক বেজে চলেছে। কিছুটা ভেতরে গিয়ে দেখলাম, মেঝেতে বসে দুই নারীর সঙ্গে কথা বলছেন কৃতিকা। ডাকতেই ঘুরে তাকালেন। জুম্বার একটা সেশন মাত্রই শেষ করেছেন বলে কিছুটা সময় চেয়ে নিলেন তিনি।

জুম্বা একটি ফিটনেস প্রোগ্রাম, যেখানে সংগীতকে কাজে লাগিয়ে ছন্দোবদ্ধ শারীরিক নড়াচড়ার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যায়। ফিটনেস লাইফস্টাইলে ভারসাম্য আনার জন্য এটি ‘পারফেক্ট ওয়ার্কআউট’। ওজন কমানো, বডি টোনিং, সহনশীলতা বাড়ানো কিংবা মানসিক চাপ দূর করতে জুম্বা দ্রুত কাজ করে। তরতাজা হয়ে ফিরে এসে এসব জানিয়েছিলেন কৃতিকা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন