কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কম্পিউটার, ট্যাবে কতটুকু র‍্যাম দরকার

কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাব কিনতে ঠিক কতটুকু র‍্যাম দরকার, তা অনেকেই জানেন না। এ জন্য নতুন ডিভাইস কিনতে গেলে বিড়ম্বনার পাশাপাশি ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থেকে যায়। তাই সঠিক নির্দেশনা ও তথ্য জানা থাকলে দোকানে গিয়ে দ্বিধায় পড়ার সুযোগ কমে আসবে। 

বিভিন্ন র‍্যামের ধরন

  • ৪ গিগাবাইট: কিছু ক্রোমবুক ও ট্যাবে ৪ গিগাবাইট র‍্যাম থাকে। বাজেট সমস্যা থাকলে এ ধরনের ট্যাব পছন্দের তালিকায় রাখা যেতে পারে।
  • ৮ গিগাবাইট: এন্ট্রি লেভেলের ল্যাপটপে ৮ গিগাবাইট র‍্যাম দিয়ে উইন্ডোজের বেশ কিছু গেম খেলা যায়।
  • ১৬ গিগাবাইট: উইন্ডোজ ও ম্যাক সিস্টেমের জন্য খুবই ভালো এবং গেম খেলার উপযোগী। তবে কোনো কোনো গেমের জন্য আরও বেশি র‍্যাম প্রয়োজন পড়ে।
  • ৩২ গিগাবাইট: পেশাদার এবং উচ্চপর্যায়ের গেমারদের জন্য এটি বেশ কার্যকর। গেম খেলার জন্য এই র‍্যাম পর্যাপ্ত, দামও আয়ত্তের মধ্যে।
  • ৪৮ গিগাবাইট: ৩২ গিগাবাইটে না হলে এবং ৬৪ গিগাবাইটের প্রয়োজন না পড়লে অর্থ বাঁচাতে নন-বাইনারি কিটের ৪৮ গিগাবাইট র‍্যাম ব্যবহার করা যেতে পারে।
  • ৬৪ গিগাবাইট এবং তার থেকেও বেশি: প্রকৌশলী, পেশাদার এভি সম্পাদকের মতো কাজ করতে এ ধরনের র‍্যাম প্রয়োজনে আসবে। 

ট্যাবে কতটুকু র‍্যাম দরকার

ট্যাব সাধারণত ভারী সফটওয়্যারের উপযোগী করে তৈরি করা হয় না। তাই ট্যাবে র‍্যামের পরিমাণ তুলনামূলকভাবে কম লাগে। 

মাল্টিট্যাব ব্রাউজার ও সফটওয়্যারের নতুনত্বের কারণে বর্তমানে ট্যাবগুলোতে ২ গিগাবাইট থেকে ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যামের উপস্থিতি দেখা যায়। ফলে র‍্যামের সঙ্গে সামঞ্জস্য রাখতে ব্যাটারির স্থায়িত্ব ও প্রসেসরের গতিতেও এসেছে পরিবর্তন।

ল্যাপটপে কতটুকু র‍্যাম দরকার

ক্রেতাদের কথা বিবেচনায় রেখে বেশির ভাগ ল্যাপটপে ৮ গিগাবাইটের র‍্যাম থাকে। আরও ভালো কনফিগারেশনের ল্যাপটপে ১৬ গিগাবাইট এবং সবচেয়ে শক্তিশালী গেমিং নোটবুকগুলোতে ৩২ গিগাবাইটের র‍্যাম থাকে। ভারী গেম ও সফটওয়্যারের জন্য বেশি র‍্যামের প্রয়োজন। মূলধারার ল্যাপটপেও এখন ১৬ গিগাবাইটের র‍্যাম দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন