কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভুয়া ট্রেডিং পুল দিয়ে মিলিয়ন ডলারের অর্থ চুরি!

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি শা ঝু পান (পিগ বুচারিং) এর উপর একটি অপারেশনের ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা যায়, ক্রিপ্টোকারেন্সির ভুয়া ট্রেডিং পুল (লিকুউডিটি পুল) ব্যবহার করে ১ মিলিয়নয়ের বেশি ডলার চুরি করা হয়েছে। এই স্ক্যামে শিকার হওয়া এক ভুক্তভোগীর কথা বলা হয়েছে - লেটেস্ট ইভোলিউশন অব ‘পিগ বুচারিং’স্ক্যাম লিউরস ভিকটিম ইন ফেইক মাইনিং স্কিম নামক একটি প্রতিবেদনে। যেখানে উঠে আসে কীভাবে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিটি একটি ডেটিং অ্যাপে এক সপ্তাহে ২২,০০০ ডলার হারিয়েছেন।

সফোস এক্স-অপস ঘটনাটি তদন্ত করার পর, স্ক্যাম অপারেশনের সাথে যুক্ত মোট ১৪টি ডোমেইন তারা খুঁজে পায়। একই রকমের আরও অনেক ভুয়া সাইট এতে বের হয়ে আসে। এতে দেখা যায়, মাত্র তিন মাসের মধ্যে এই পিগ বুচার স্ক্যামাররা আয় করে ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন