কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মন্দার মাঝেও রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১০:৩৫

অর্থনৈতিক মন্দা ও ডলারের সংকটে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী। চলতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১৬ হাজার ৪৮৪.৬৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১৫ হাজার ৩৮৪.৮৭ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই মাসে আমদানি কমলেও আগস্ট মাসে আবার বেড়েছে। এ বছরের জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম কাস্টমসে ২ লাখ ৩ হাজার ৬০৭টি চালান আমদানি হয়। আগস্ট মাসে আমদানি হয় ২ লাখ ১৬ হাজার ৬৬২টি চালান।


কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তার আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ কোটি ৭৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৩-২৪ সালের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও