কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দীর্ঘ ভ্রমণেও সাজে থাকুন সাবলীল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ২০:১১

আসছে শীতকাল। হিম হিম আবহাওয়ায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তবে অজানার উদ্দেশ্যে বের হয়ে পরার আগে ঝক্কি ঝামেলাও কিন্তু কম পোহাতে হয় না। সকল প্রস্তুতি ঠিকঠাক নেওয়ার পাশপাশি নিজেকেও রাখতে হবে সুন্দর ও সাবলীল। তবেই না ভ্রমণ হয়ে উঠবে আনন্দময়! বাস-ট্রেন হোক কিংবা বিমান, দীর্ঘ ভ্রমন সবসময়ই ক্লান্তিকর। এই ক্লান্তির ছাপ যেন আপনার চেহারাকে বিপর্যস্ত করতে না পারে সেজন্য চলতি পথের মেকআপটা নিতে হবে বুঝেশুনে। আবার অজানা জায়গায় গিয়েও যেন হাতের কাছে পাওয়া যায় প্রয়োজনীয় মেকআপ সামগ্রী, সেটার জন্যও রয়েছে প্রস্তুতি। ভ্রমণে যাওয়ার আগেই সচেতনতার সাথে বাছাই করে নিন সেগুলো।


চলতি পথের সাজ


ভ্রমণ পথের সাজ হতে হবে হালকা ও আরামদায়ক। যা পথের ধুলাবালি ও ক্লান্তির মধ্যেও আপনাকে রাখবে ঝরঝরে স্নিগ্ধ। সারাদিনের রোদ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন লোশন লাগাতে হবে অবশ্যই। ত্বক বেশি তৈলাক্ত হলে সানস্ক্রিনের ওপরে সাদা পাউডার লাগাতে পারেন। তবে খুব হালকা করে লাগাবেন। পাউডারের পাফটা বুলিয়ে নিন শুধু একটু। শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজার লোশন লাগাতে ভুলবেন না। চোখের কোল ঘেঁষে পেনসিল কাজল ছুঁয়ে দিন। যারা আইলাইনার লাগিয়ে স্বাচ্ছন্দ্য, তারা চিকন করে আইলাইনারের রেখা টেনে নিতে পারেন। তবে দিনের ভ্রমণে কখনোই ফাউন্ডেশন লাগাবেন না। কারণ ভারী মেকআপ যেমন অস্বস্তি বাড়িয়ে দেয়, তেমনি দীর্ঘ সময় এটা ত্বকে রাখাও অনুচিত। চলতি পথের সাজে মাস্কারা, আইশ্যাডো ও ব্লাশারও এড়িয়ে চলুন। পথের ধুলাবালি ও শীতের বাতাসে ত্বক হয়ে পড়ে নির্জীব। এর ফলে ত্বক ফেটে যায়। বিশেষ করে এ সময় ঠোঁট ফাটে অতি দ্রুত। তাই লিপস্টিক ব্যবহার করুন বুঝেশুনে। ম্যাট লিপস্টিক ঠোঁটকে আরও শুকনো করে তুলবে। এজন্য জার্নিতে ম্যাট লিপস্টিক ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন। ঠোঁট রাঙাতে লিপগ্লস বেছে নিতে পারেন। ম্যাট লিপস্টিক যদি দিতেই হয় তবে উপরে স্বচ্ছ গ্লসের তুলি বুলিয়ে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও