কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফিলিস্তিনকে সমর্থন করে পোস্ট দেওয়ার পর হত্যার হুমকি, ফোন নম্বর বদলাতে বাধ্য হলেন জনপ্রিয় মডেল

দিন কয়েক আগেই এক ইনস্টাগ্রাম পোস্টে ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে ইসরায়েলের এই হামলার সমালোচনা করেন জিজি। তিনি বলেন, এই হামলায় যেভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা মারা যাচ্ছে, তা তাঁকে গভীরভাবে শোকাহত করেছে।এরপর থেকেই একের পর এক হত্যার হুমকি দেওয়া বার্তা পেতে থাকেন তিনি। ঘটনা এতটাই গুরুতর যে মৃত্যুর হুমকি পাওয়ার জিজি তো বটেই, তাঁর পরিবারের সব সদস্যই মুঠোফোন নম্বর বদলাতে বাধ্য হয়েছেন। খবর টিএমজেড

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ১২তম দিন পার হলো। ৮ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের শুরু। হামলার পরপরই ইসরায়েল পাল্টা হামলা চালায়। গাজার স্বাস্থ্য বিভাগ বলেছে, এখন পর্যন্ত এ যুদ্ধে তিন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন