কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফ্যাশন শোয়ে নারীত্বের গল্প

ফায়জা আহমেদ এই আয়োজনের নাম দিয়েছিলেন ‘আত্মবল’। নারীর জীবনের স্বাভাবিক ঘটনাপ্রবাহ, যা এ দেশের সামাজিক পরিসরে নেতিবাচকভাবে উপস্থাপিত হয়, তার সবটাই যে একজন নারীর শক্তি, সেটাই এই শোয়ের মাধ্যমে বলতে চেয়েছেন তিনি। ঋতুস্রাব, গর্ভধারণ, বিবাহবিচ্ছেদ—কোনো কিছুই নারীর নিজস্ব শক্তিকে দমিয়ে রাখতে পারে না; বরং নারী সব সময়ই আত্মশক্তিতে বলীয়ান। এই অনুভবকে অন্তরে ধারণ করেন ফায়জা। সেই অনুভবকেই নিজের কাজে ফুটিয়ে তুলেছেন তিনি।তাঁর নকশা করা ১০টি পোশাক পরে দুই ধাপে হেঁটেছেন মডেলরা।

তবে তা কোনো উচ্চশব্দের দ্রুত লয়ের গানের সঙ্গে নয়। বরং ধীরলয়ের সংগীতের সঙ্গে ধীরগতিতে হেঁটে অতিথিদের সামনে নীরবে নারীত্বের গল্প বলে গেছেন তাঁরা। দ্বিতীয় ধাপে তানভীর আলমের গান, রাশিদ খানের আবৃত্তির সঙ্গেই হাঁটেন মডেলরা। উপস্থাপনের পুরোটাই হয়েছে আলো-আঁধারির মাঝে। অনুষ্ঠানে কিছুটা সময় ছিল নিস্তব্ধতার মাঝে জলপতনের শব্দতরঙ্গের খেলা। প্রথাগত ফ্যাশন শোর চেয়ে প্রশান্তিদায়ক একটি আয়োজন করতে চেয়েছিলেন ফায়জা আহমেদ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন