কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাথাব্যথা কেন হয়

প্রথম আলো প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১১:৫৬

মাথাব্যথা খুব সাধারণ সমস্যা। এই ব্যথা নানা ধরনের হতে পারে। যেমন উত্তেজনায় মাথাব্যথা, প্রদাহজনিত মাথাব্যথা, ট্র্যাকশন মাথাব্যথা, ভাস্কুলার ট্র্যাকশন মাথাব্যথা (মাইগ্রেন, ক্লাস্টার, টক্সিক) ও সার্ভিকোজেনিক মাথাব্যথা। এর মধ্যে ১৫-২০ শতাংশ সার্ভিকোজেনিক বা ঘাড় থেকে উৎপন্ন মাথাব্যথায় ভোগেন।


সার্ভিকোজেনিক মাথাব্যথার ক্ষেত্রে ঘাড়ের মাংসপেশি, যেমন ট্রাপিজিয়াস মাসলের ওপরের অংশ, লিভেটর স্ক্যাপুলা ও অক্সিপিটালিস মাসল খাটো হয়। ঘাড়ের ফ্ল্যাক্সর গ্রুপের মাংসপেশি, যেমন লঙ্গাস ক্যাপিটাস ও লঙ্গাস কোলাই দুর্বল হয়। ঘাড়ের অন্যান্য স্ট্রাকচার, যেমন আপার সারভাইক্যাল ফ্যাসেট জয়েন্ট, আপার সারভাইক্যাল মাসল, সি২-৩ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ক্যারোটিড আর্টারি, ডুরামেটার, আপার স্পাইনাল কর্ড, ঘাড়ের পেছনে ক্রেনিয়াল ফোসা এ ধরণের মাথাব্যথা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও