কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নিজেকে গুছিয়ে নিচ্ছি, ভালোভাবেই ফিরতে চাই: সাইফউদ্দিন

বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে ভুগছেন জাতীয় দলের পেস বোলিং আলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিন। বিশ্বকাপ দলেও তার ঠাঁই হয়নি। অথচ, ২০১৯ বিশ্বকাপে তিনি ছিলেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। এবারের বিশ্বকাপে যে ১৫ ক্রিকেটার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে নিয়ে কি ভাবছেন সাইফউদ্দিন?

সম্প্রতি ঢাকার উত্তরায় ‘স্ন্যাপস্টোর’ নামক একটি রিসেলার ব্র্যন্ড শপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাইফুদ্দিন বলেন, ‘যে ১৫ জন বিশ্বকাপ খেলতে গেছে, আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। এখন আর সে সময় নেই যে তাদেরকে নিয়ে আমরা নেতিবাচক কিছু বলব।’

নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘এই বিশ্বকাপের পরে জাতীয় দলের আরো সূচি আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপও সামনে আছে। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। সামনের দিকে তাকিয়ে আছি। নিশ্চই পারফর্ম করলে আমার সুযোগ আসবে আগামীদিনের খেলাগুলোতে দলে যায়গা পাওয়ার। আমি চেষ্টা করব ভালো কিছু করার এবং দলে ফেরার।’

উত্তরার ১০ নং সেক্টরের ১৩ নাম্বার রোডের ২১ নাম্বার প্লটে নতুন এই শপ নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘এখানে এসে ভালো লাগছে। এক ছাদের নিচে এত ব্র্যান্ডের জুতো, কাপড় এই প্রথম দেখছি। বিদেশে দেখেছি। ঢাকায় এই প্রথম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন