কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


প্রধানমন্ত্রীর ফেরার দিন ঢাকার রাজপথে মহড়া দেবে আওয়ামী লীগ

জাতিসংঘের ৭৮তম অধিবেশন শেষে আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত মহড়া দেবে আওয়ামী লীগ। দলটির নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন। তবে আনুষ্ঠানিক কোনো সমাবেশ হবে না।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অর্জন এবং জাতিসংঘসহ বৈশ্বিক ফোরামে বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ ভূমিকাকে স্বাগত জানাতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল রোববারের যৌথ সভায়। 

প্রধানমন্ত্রীর ফেরার দিন ঢাকার রাজপথে মহড়া দেবে আওয়ামী লীগ

জাতিসংঘের ৭৮তম অধিবেশন শেষে আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত মহড়া দেবে আওয়ামী লীগ। দলটির নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন। তবে আনুষ্ঠানিক কোনো সমাবেশ হবে না।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অর্জন এবং জাতিসংঘসহ বৈশ্বিক ফোরামে বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ ভূমিকাকে স্বাগত জানাতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল রোববারের যৌথ সভায়। 


প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানান দলটির এক সাংগঠনিক সম্পাদক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ঠিক গণসংবর্ধনা হবে না। নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন। সেখানে কোনো সমাবেশ হবে না। এটা কালকের (রোববার) মিটিংয়ে চূড়ান্ত হবে।’   

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতি ও স্বাস্থ্য খাতে সাফল্যের পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও ন্যায়বিচারের মতো বিষয়গুলো তুলে ধরেন। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডন হয়ে আগামী ৪ অক্টোবর দুপুর ১২টার দিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন