কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বন্ধ করল ইন্দোনেশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বন্ধের আইন পাস করেছে। দেশটিতে ডিজিটাল প্লাটফর্মে বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ ব্যবসায়ী ও বিপণিবিতানগুলো হুমকির মধ্যে পড়েছে বলে মনে করা হচ্ছে। এ পরিস্থিতিতে অফলাইনের বাজার রক্ষার কৌশল হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর দ্য গার্ডিয়ান।


টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি বেড়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন ইন্দোনেশিয়া সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেশটির বাণিজ্যমন্ত্রী যুলকিফলি হাসান বলেন, ‘‌ই-কমার্স আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক করে ফেলা যাবে না। দুটি একেবারেই ভিন্ন। প্রতিটি সরকারই দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষা চায়।’

আগামী এক সপ্তাহের মধ্যে পাস হওয়া আইনটি কার্যকর হবে। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রেতারা সরাসরি ব্যবসা করতে পারবেন না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবেন। মন্ত্রী বলেন, ‘‌সামাজিক যোগাযোগমাধ্যম টেলিভিশনের ভূমিকা পালন করতে পারে। মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেখতে পারে, কিন্তু সেখান থেকে পণ্য কিনতে পারে না।’  

এ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী জেরি সামবুয়াগা বলেছিলেন, ‘‌সামাজিক যোগাযোগমাধ্যম ও সামাজিক ব্যবসাকে এক করে ফেলা যাবে না। বিদ্যমান বাণিজ্য নীতিমালা পর্যবেক্ষণের অধীনে রয়েছে। শিগগিরই নতুন আইনের মাধ্যমে এটা নিষিদ্ধ করা হবে।’

ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৭ কোটি, যার মধ্যে ১২ কোটি ৫০ লাখই টিকটক ব্যবহার করে। টিকটকের জন্য যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বড় বাজার দেশটি। গত বছরে সেখানে পাঁচ হাজার ২০০ কোটি ডলারের ই-কমার্স লেনদেন হয়েছে। দেশটির ই-কমার্স খাত ২০২৫ সালের মধ্যে নয় হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

আইন পাসের পর প্রতিক্রিয়ায় টিকটক জানিয়েছে, ‘‌আমরা স্থানীয় আইন ও নীতিমালার প্রতি সম্মান করি। আগামী দিনগুলোতে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে বলেই আশা করছি।’

তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। 

এই বিভাগের আরও খবরসামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বন্ধ করল ইন্দোনেশিয়া
সর্বশেষ তথ্য দিতে চ্যাটজিপিটির নতুন ফিচার
এশিয়ায় ভিডিও গেমের বাজারে নজর টিকটকের
জিমেইলের এইচটিএমএল ভার্সন বন্ধ করছে গুগল
ভয়েস ট্রান্সলেশন ফিচারের পরীক্ষা স্পটিফাইয়ের
সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩ শুরু হচ্ছে ২ অক্টোবর

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন