কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চীন-নেপাল সম্পর্কে নতুন গতি, ৭ সমঝোতা স্মারকসহ ১২ চুক্তি সই

বাণিজ্য, সড়ক সংযোগসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ৭টি সমঝোতা স্মারকসহ (এমওইউ) ১২টি চুক্তি সই করেছে চীন ও নেপাল। গত সোমবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব চুক্তি সই হয়।

বেইজিংয়ে নেপাল দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তৃতভাবে পর্যালোচনা করেন। দুই দেশের মধ্যকার বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার ও সুসংহত করার উপায় নিয়ে মতবিনিময় করেছে দুই দেশ। অর্থনৈতিক সম্পর্কে নতুন করে গতি সঞ্চারের ওপর জোর দেওয়া হয়েছে।

চীনের পূর্বাঞ্চলীয় শহর হাংজুতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে গত শনিবার এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন পুষ্প কমল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন