কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সেল রিপোর্ট নিয়ে বিস্ফোরক চঞ্চল: সিনেমা পণ্য নাকি শিল্প?

‘জাওয়ান’ ঝড়ে পতিত প্রায় গোটা দুনিয়া। বিশেষ করে দক্ষিণ এশিয়ার অবস্থা তো তুলকালাম। রোজ সেল রিপোর্ট প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছবিটি ১০ দিনে বক্স অফিস কালেকশন করেছে ৭০০ কোটি রুপির বেশি! অবশ্য ‘জাওয়ান’ ঝড় ওঠার আগেই ঢালিউডে বইছিলো সেল রিপোর্ট প্রকাশের অভিনব প্রতিযোগিতা। দেশে বক্স অফিস কালচার না থাকলেও গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবি দুটির সেল রিপোর্ট প্রকাশ হতে শুরু করলো নিয়মিত। যেন প্রতিযোগিতা লেগেছিলো টিকিট সেল বা হল কালেকশনের খবর প্রকাশের। যেগুলো প্রচার করছিলেন খোদ সিনেমার নির্মাতা-প্রযোজক পক্ষ।

তখনই অবশ্য এসব হিসাব নিয়ে উঠেছিলো প্রশ্ন। চলেছিলো দুই পক্ষের কাদা ছোঁড়াছুঁড়িও। তবে সিনেমাকেন্দ্রিক এমন অতি বাণিজ্যিক সংস্কৃতিকে ভালো চোখে দেখছেন না দেশের বহুমাত্রিক সফল অভিনেতা চঞ্চল চৌধুরী। মঞ্চ, টিভি আর ওটিটি বাদ দিলেও বড় পর্দায় যিনি বার বার প্রমাণ করেছেন ‘মনপুরা’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ আর ‘হাওয়া’ দিয়ে, নিজেকে। এই প্রমাণ যেমন গুণগত, তেমন বাণিজ্যিকও। যা দেশ ও বিদেশে সমানভাবে সমাদৃত হয়েছে বারংবার। সেই অভিনেতা এই সময়ে দাঁড়িয়ে বেশ অস্বস্তি প্রকাশ করলেন ‘সেল রিপোর্ট’ প্রচারণা ইস্যুতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন