কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দেশে যোগ্য নেতৃত্ব তৈরি হচ্ছে না কেন?

সত্যিকারভাবে একটি দেশকে গড়ার জন্য যেই নেতৃত্ব দরকার সেইরকম নেতা এবং নেতৃত্ব গুণসম্পন্ন মানুষ অন্তত ৩০ বছরে আমরা একজনকেও পায়নি। ক্ষমতায় গিয়ে এদের মাথার মধ্যে কেবল দলের কর্মীদের মধ্যে দলান্ধতা, প্রশাসনে দলান্ধতা, শিক্ষা ক্ষেত্রে দলান্ধতা ছড়ানোই ছিল একমাত্র সফলতা।

৩০ বছর ধরে যারা ক্ষমতায় গিয়েছে তাদের আমলনামা দেখুন। এরা যোগ্য মানুষদের মূল্যায়ন তো করেইনি উল্টো তাদের হেয় করেছে দূরে সরিয়ে রেখেছে আর যতসব ধুরন্ধর দুর্নীতিবাজদের কাছে টেনেছে।

অজ্ঞ মানুষ যখন বিজ্ঞ মানুষের জন্য নির্ধারিত পদ পেয়ে যায় তখন তা প্রতিষ্ঠানের জন্য বিপদজনক হয়ে ওঠে। কারণ তখন তার মধ্যে বিজ্ঞের অভিনয় করার তাড়না আর ছলনা থাকে। সেই তাড়না ও ছলনা তাকে দিয়ে বেশি কথা বলায়। আর অজ্ঞ মানুষের বেশি কথা বলা মানেই ভুল আর মিথ্যায় পূর্ণ থাকবে। এই কথাই তখন তার অজ্ঞতার প্রমাণ বহন করবে। কাউকে তা প্রমাণ করতে হবে না। আমাদের দেশের সর্বত্র সব সমস্যার অন্তর্নিহিত কারণ এটা। এরা বিজ্ঞের মতো অভিনয় করে বেড়াচ্ছে। সর্বত্র অজ্ঞ আর অমেধাবীদের দাপট। সৎ আর মেধাবীরা কোণঠাসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন