কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কমিশন পেতে ফ্রান্স থেকে এয়ারবাস কিনছে সরকার: মির্জা ফখরুল

কমিশন পেতেই সরকার ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস কিনছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এসে গেলেন। খুব ভালো কথা… আমাদের বড় মেহমান। সেই মেহমানকে আপনারা খুব ভালো নাচ-গান দিয়ে… স্বাগত জানিয়েছেন, তাকে সংবর্ধনা জানিয়েছেন। এই করুণ অবস্থার মধ্যে খেতে না পেয়েও দেশের মানুষ ভেবেছে, বোধহয় কিছু হচ্ছে। কী হলো? বলা হলো, ১০টা এয়ারবাস কেনা হবে। আসল লক্ষ্য— এই এয়ারবাসে ফিডব্যাক পাওয়া যায়। ফিডব্যাক বোঝেন?… ফিডব্যাক মানে হচ্ছে কমিশন। বোয়িংয়ে কমিশন পাওয়া যায় না। যেকারণে ১০টা এয়ারবাস কেনা হচ্ছে। আর কী— আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা হচ্ছে।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব অভিযোগ করেন। এসময় ঢাকা মহানগর দক্ষিণের তিন দিনের ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণের’ এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

সাবেক বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার দেশের মানুষকে খেতে দিতে পারে না, দেশের মানুষের অসুখ নিরাময় করতে পারে না, হাসপাতাল তৈরি করতে পারে না, স্বাস্থ্য সেবা দিতে পারেন না এবং তার (মানুষের) ভোটের অধিকার দিতে পারে না। তারা আবার যে বিমান (বাংলাদেশ বিমান) ভেঙে পড়ছে, যে বিমানে কোনও সার্ভিস ঠিক মতো দিতে পারে না; সেই বিমানের জন্য ১০টা এয়ারবাস কিনে দেবে। কারণ তাতে চুরি করার সুবিধা হবে এবং তারা ইমিডিয়েটলি বোধহয় কমিশনও কেটে নিয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন