কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বৈশ্বিক গণমাধ্যমে পরিবর্তিত বর্তমান রাজনৈতিক পটভূমি

বিএনপি যখন বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে ব্যস্ত রয়েছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত কয়েকটি রিপোর্ট দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা এবং ডয়চে ভেলেতে প্রকাশিত একটি প্রতিবেদন ও দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন বাংলাদেশের রাজনীতির পরিবর্তিত পটভূমি সম্পর্কে আলোকপাত করেছে।

তিনটি রিপোর্টের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, বাংলাদেশ সম্পর্কে ভারত সরকারের অবস্থান যা সাম্প্রতিক সময় পর্যন্ত অস্পষ্ট ছিল। তবে প্রতিবেদনগুলোতে বাংলাদেশকেন্দ্রিক ভূ-রাজনৈতিক বিষয় এবং ভারতের অবস্থান স্পষ্ট হয়েছে। আনন্দবাজার এবং ডয়চে ভেলেতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ সম্পর্কে একটা বার্তা পাঠিয়ে জানিয়েছে যে, বাংলাদেশে শেখ হাসিনার সরকার দুর্বল হলে তা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য সহায়ক হবে না। কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নয়াদিল্লি একাধিক স্তরের কূটনীতিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাইডেন প্রশাসনকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। এর থেকে বোঝা যায়, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে সাম্প্রতিক সময়ে মার্কিন সরকারের যে হস্তক্ষেপ সেটি সম্পর্কে ভারতের কিছুটা হলেও আপত্তি রয়েছে। যদিও ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ একটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। তবে নয়াদিল্লি বিশ্বাস করে যে, বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা গৃহীত কিছু পদক্ষেপ শেখ হাসিনা সরকারকে দুর্বল করতে পারে, যা ভারত এবং দক্ষিণ এশিয়ায় অন্যান্য প্রতিবেশীদের জন্য হুমকি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন