কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হ্যাজার্ডের অবসরের গুঞ্জন, রামোস–দে হেয়ারা কী করবেন

১ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে ইউরোপের শীর্ষ লিগের দলবদলের দরজা। এরই মধ্যে দলবদলের পথে থাকা বেশির ভাগ তারকা খেলোয়াড় নিজেদের নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। নেইমার–করিম বেনজেমারা সৌদি আরব গিয়ে ফুটবলের দলবদলে নতুন দিগন্তের উন্মোচন করেছেন। অনেকে আবার ইউরোপের মধ্যেই খুঁজে নিয়েছেন নিজের ভবিষ্যৎ। তবে এমন অনেকে তারকা আছেন, যাঁদের ভাগ্য এখনো অনিশ্চিত। এই তারকাদের একজন হলেন স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সের্হিও রামোস।

ফুটবলের পথচলায় বিশ্বকাপসহ সম্ভাব্য প্রায় সব শিরোপা জেতা রামোস অবশ্য এ তালিকায় একা নন। তাঁর সঙ্গে আছেন বেলজিয়ামের ইতিহাসে অন্যতম সফল ফুটবলারদের একজন এডেন হ্যাজার্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে হেয়াও। ক্লাব খুঁজতে খুঁজতে হ্যাজার্ড নাকি এখন পেশাদার ফুটবল থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন