কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কুড়িগ্রামে হু হু করে বাড়ছে তিস্তার পানি, ৪ হাজার পরিবার পানিবন্দী

কুড়িগ্রামে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রাজারহাট ও উলিপুর উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে ৩৪০ একর জমির ফসল।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ১৪ ঘণ্টার ব্যবধানে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৩১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৭২ সেন্টিমিটার, ধরলা নদীর পানি সদর পয়েন্টে ৯৭ সেন্টিমিটার, দুধকুমার নদ পাটেশ্বরী পয়েন্টে ৪২ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কার্যালয়টির নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ সব নদ-নদীর পানি বাড়ছে। তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। এ ছাড়া ব্রহ্মপুত্র অববাহিকায় উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন, সাহেবের আলগা ইউনিয়ন ও চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে মধ্যমেয়াদি বন্যা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন