কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোনালদো-বেনজেমা নন, ভারতে খেলবেন নেইমার

www.tbsnews.net প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১৮:০১

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে কদিন আগে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। এর কদিনের মধ্যেই তারকা এই ফরোয়ার্ডের ভারতে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের ক্লাব আল হিলালের ম্যাচ আছে মুম্বাই সিটি এফসির বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে ম্যাচটি খেলতে ভারতে আসবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 


মুম্বাই এফসির ম্যাচ হলেও ম্যাচটি অবশ্য মুম্বাইয়ে হবে না। ভারতীয় ক্লাবটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পরিকাঠামোগত কারণে নিজেদের হোম ভেন্যু মুম্বই ফুটবল এরিনায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। পুনের শিবাজি ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে আল হিলালের বিপক্ষে নিজেদের হোম ম্যাচটি খেলবে মুম্বােই। 


আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালামপুরে এএফসি হাউসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমারের ভারতে খেলতে আসার সম্ভাবনা আছে বলে এই ড্রয়ের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিল ভারতীয় ফুটবলভক্তরা। অবশেষে তাদের অপেক্ষা ফুরালো, তারা জানতে পারলেন; মাঠে বসে কোন তারকার খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও