কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


উদ্বেগ দূর করতে আলিয়া ভাটের বাতলে দেওয়া ‘ফাইভ সেন্স গ্রাউন্ডিং টেকনিক’ কী?

প্রত্যেকের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে, যখন দুশ্চিন্তা, উদ্বেগ গ্রাস করে পুরো মনকে। পরীক্ষার হলে কিংবা চাকরির ভাইবার আগমুহূর্তে হানা দিতে পারে উদ্বেগ। বড় অথবা কঠিন কোনো কাজের আগে উদ্বিগ্ন হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে কখনো কখনো সেই উদ্বিগ্নতা চলে যায় হাতের নাগালের বাইরে। যার প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে। শুধু আপনি বা আমি নই, নামকরা তারকাদের জীবনেও উদ্বিগ্নতা হানা দেয় যখন-তখন। জাঁকজমক জীবনযাপনের মোড়কে বন্দী থাকে ভেতরের উদ্বিগ্নতা। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মুখ খুলেছেন সেই উদ্বিগ্নতা নিয়েই।

বলিউডে এখন সবচেয়ে বড় তারকাদের নাম নিলে প্রথম দিকে থাকবে আলিয়া ভাটের নাম। পরপর বেশ কয়েকটি হিট সিনেমা, হলিউডে ডাক পাওয়া, স্বামী-সন্তান মিলিয়ে বেশ ভালোই সময় কাটছে তাঁর। কিন্তু একটা সময় ছিল, যখন নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নতায় ভুগতেন তিনি। ১৬ আগস্ট ইনস্টাগ্রামে নিজের ভক্তদের জন্য ‘আস্ক মি এনিথিং’ সেশন করেন আলিয়া। যেখানে ভক্তদের সব প্রশ্নের উত্তর দেন তিনি। যার মধ্যে একটি প্রশ্ন ছিল, ‘আপনি ভয়কে কীভাবে জয় করেন? আমার মনে হয়, অভিনেত্রী হিসেবে আপনি খুবই উদ্বিগ্ন থাকেন।’

যার উত্তরে আলিয়া বলেন, ‘আমার কাছে মনে হয়, আপনি যখন উদ্বিগ্ন থাকেন, তখন আপনি তা চেপে রাখার চেষ্টা করেন। নিজেকে ঠিক রাখতে নিজের উদ্বিগ্নতা লুকিয়ে রাখেন। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই উদ্বিগ্নতা অনুভব করা এবং এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া। কারণ, এই উদ্বিগ্নতা জীবনের উত্থান-পতনের একটি অংশমাত্র।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন