কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আগস্ট কেন বারবার টার্গেট?

রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমি গবেষণা এবং নিয়মিত চর্চার চেষ্টা করি। ইতিহাস চর্চা করতে গিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মমতার প্রসঙ্গ এলে প্রচণ্ড শোকাহত হই। এবার আসি ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার কথায়। ওই সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২১ আগস্টের ওই নৃশংস ঘটনার খবর আমরা ক্যাম্পাসে থাকা অবস্থায় তাৎক্ষণিক পেয়েছিলাম। এর অব্যবহিত পরের অনুভূতিটা পরিষ্কার মনে করতে পারি, কতটা বেদনা সেদিন আঁকড়ে ধরেছিল বুকের মাঝখানে। মাথা শূন্য, হাত-পা রীতিমতো অসাড়। তখন বারবার মনে পড়ছিল ১৫ আগস্টের সেই ভয়াবহতার কথা। এই দুটি ঘটনা যে একই সূত্রে গাঁথা– সেটি বুঝতে সেদিন আমার এক মুহূর্ত সময় লাগেনি।

১৫ আগস্টের ভয়াবহতা ইতিহাস থেকে যেভাবে জেনেছি, তা নিঃসন্দেহে পৃথিবীতে নজিরবিহীন। অন্যদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনাও পৃথিবীর ইতিহাসে জঘন্যতম।

রাষ্ট্রের দায়িত্ব হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত ও জঙ্গিদের দমন করা। নিরবচ্ছিন্নভাবে বসবাসের সুযোগ করে দেওয়া। সেখানে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার দায়িত্ব নিয়েছিল তৎকালীন সরকার। এখনও তারা আবার সেই রক্তক্ষয়ী আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে চায়।

দুঃখজনক হলেও সত্য, ২১ আগস্টের সেই হত্যাকাণ্ডের পর থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি। একটা রাষ্ট্রের সরকার কিংবা রাষ্ট্রযন্ত্র কতটা নির্লজ্জ হলে এমন একটি নির্মম হত্যাকাণ্ডের মামলা নিতেও অস্বীকৃতি জানায়!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন