কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


তলানির দিকে নেমেছে লেনদেন, করণীয় নির্ধারণে আজ সভা

শেয়ারবাজারের লেনদেন ও সূচক যেন তলানির দিকে ছুটছে। এতে বাজারে আতঙ্কে বিক্রি শুরু হয়েছে। ফলে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতন ঘটছে। তাতে কমছে সূচক। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবারও বড় দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে চার মাস আগের অবস্থানে ফিরে গেছে। আর লেনদেন ফিরে গেছে সাড়ে চার মাস আগের অবস্থানে।

ডিএসইতে গতকাল লেনদেন কমে ৩৫২ কোটি টাকায় নেমেছে। এর আগে গত ২৮ মার্চ এ বাজারে সর্বনিম্ন ২৭২ কোটি টাকার লেনদেন হয়েছিল। গত পাঁচ কার্যদিবস শেয়ারবাজারে টানা দরপতন ঘটেছে। এর মধ্যে গত দুই দিনে ডিএসইর প্রধান সূচকটি ৬৭ পয়েন্ট বা ১ শতাংশের বেশি কমে হয়েছে ৬ হাজার ২২১ পয়েন্ট। এর আগে ডিএসইএক্স সূচকটি চলতি বছরের ১৬ এপ্রিল ৬ হাজার ২১৬ পয়েন্ট ছিল।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক মন্দাভাব বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও হতাশা ছড়িয়েছে। এ কারণে তাঁরা আরও বেশি লোকসানের ভয়ে শেয়ার ছেড়ে দিচ্ছেন। এভাবে বিক্রির চাপ বৃদ্ধি পাওয়ায় বাজারে ক্রেতাসংকট দেখা দিয়েছে। অন্যদিকে নতুন করে কেউ বিনিয়োগে আসছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন