কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেসবুক পোস্ট বা প্রোফাইল অপরিচিতদের থেকে লুকিয়ে রাখবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ০৭:৩১

ফেসবুক প্রোফাইলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা ছবি থাকে। ফেসবুকে নিয়মিত ছবি বা বার্তাও পোস্ট করেন অনেকে। ফেসবুকে থাকা ছবি বা তথ্য সংগ্রহ করে ভিন্ন কাজে ব্যবহার করতে পারেন অপরিচিত ব্যক্তিরা। শুধু তা–ই নয়, ফেসবুক পোস্টে অবাঞ্ছিত মন্তব্যও করেন তাঁরা। তবে চাইলেই নিজের ফেসবুক পোস্ট বা প্রোফাইল অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়।


ফেসবুক পোস্ট ও প্রোফাইলে থাকা তথ্য অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য প্রথমে ফেসবুক ফিডের ডান দিকের ওপরে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করে সেটিংস নির্বাচন করতে হবে। এবার পরের পেজে ‘প্রাইভেসি চেকআপ’ অপশনে ক্লিক করে ‘হু ক্যান সিন হোয়াট ইউ শেয়ার’ নির্বাচনের পর কন্টিনিউ ট্যাপ করতে হবে। পরের পেজ থেকে প্রোফাইল ইনফরমেশন অপশনে থাকা বিভিন্ন তথ্য যেমন ফোন নম্বর, ই–মেইল ঠিকানা, জন্মতারিখ ও সাল, ঠিকানা, কর্মস্থল, শিক্ষা প্রভৃতি কোন কোন ব্যক্তি দেখতে পারবেন তা নির্ধারণের জন্য ‘পাবলিক’, ‘ফ্রেন্ডস’ ও ‘অনলি মি’ নির্ধারণ করতে হবে। নেক্সট বাটনে ট্যাপ করে পোস্ট, স্টোরিজ, রিলস কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা একইভাবে নির্ধারণ করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও