কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ব খাদ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ইতিবাচক পাঁচ প্রস্তাব

ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে খাদ্য ব্যবস্থাপনাবিষয়ক সম্মেলনের উদ্বোধনী সেশনে বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টেকসই খাদ্য নিরাপত্তার লক্ষ্য অর্জনে বিশ্ব সম্প্রদায়কে সম্মিলিতভাবে কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নেরও আহ্বান জানান। ২৪ থেকে ২৬ জুলাই রোমে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত জাতিসংঘ খাদ্য ব্যবস্থাপনা সম্মেলনে ২০টির বেশি রাষ্ট্র ও সরকার প্রধানসহ ১৬০টির বেশি দেশ থেকে প্রায় ২ হাজারের অধিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত ইতালির রোমে অনুষ্ঠিত জাতিসংঘ খাদ্যব্যবস্থা সামিট ২ স্টকটেকিং মোমেন্ট শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এর মুল প্রতিপাদ্য বিষয় মূলত বিশ্ব খাদ্যব্যবস্থাকে কেন্দ্র করে। মূল আয়োজক জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজেশন (এফএও)। এফএও, ইফাদ, আইএফএডি ও ডব্লিউএফপি-এ প্রতিষ্ঠানগুলো এ শীর্ষ সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন