কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ছিলেন প্রাণের বন্ধু, দুজনের প্রাণও গেল একসঙ্গে

একজনের রোল নম্বর 20ESD039, আরেকজনের 20ESD040। শুধু রোল নম্বরই নয়, মনের দিক থেকেও খুব কাছাকাছি ছিলেন দুজন। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরপ্রবি) এই দুই শিক্ষার্থী অল্প কদিনেই হয়ে উঠেছিলেন প্রাণের বন্ধু। নয়তো বন্ধুকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহস কজনই-বা দেখায়!

পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন মোবাশ্বেরা তানজুম (হিয়া) ও তাসপিয়া জাহান (ঋতু)। সহপাঠী থেকে দ্রুতই তাঁরা বন্ধু হয়ে উঠেছিলেন। একসঙ্গে থাকা কিংবা ক্যাম্পাস থেকে বাড়ি যাওয়া। ক্লাসে একই বেঞ্চে বসা। সব একসঙ্গে করা চাই। বিভাগের কোনো আয়োজন কিংবা বন্ধুদের কারও জন্মদিন—সবকিছুতে থাকত তাঁদের প্রাণবন্ত উপস্থিতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন