ল্যাপটপ কোলে রেখে কাজ করা কেন বিপজ্জনক

প্রথম আলো প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ০৭:৩২

ল্যাপটপ আসার আগে বিশালাকার কম্পিউটার ব্যবহার করতে হতো। নির্দিষ্ট একটি জায়গায় রেখে কাজ করতে হতো। বহনযোগ্য যন্ত্র ল্যাপটপ কম্পিউটার আসার পর যেকোনো স্থান থেকে কম্পিউটারে কাজ করার বিষয়টি সহজ হয়ে যায়। তবে ল্যাপ বা কোলে রাখার ধারণা থেকে ল্যাপটপের নামকরণ হলেও কোলে রেখে কাজ করলে বিপদ ডেকে আনতে পারে যন্ত্রটি। কোলে রেখে কাজ করলে মানুষের শরীরে প্রভাব ফেলার পাশাপাশি যন্ত্রেরও ক্ষতি হয়।


ল্যাপটপ কোলে রেখে কাজ করলে ঘাড়ব্যথা ও মেরুদণ্ডের ব্যথা বা ব্যাকপেইনের পাশাপাশি আরও নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘ সময় ধরে ল্যাপটপ কোলে রেখে কাজ করলে ‘টোস্টেড স্কিন সিনড্রোম’ হতে পারে। যার ফলে ত্বকে বাজে ধরনের ফুসকুড়ি হয়। বলা হয় কোলে রেখে কাজ করলে ল্যাপটপ থেকে তৈরি তাপের ফলে টেস্টিকুলার ক্যানসার হওয়ার শঙ্কা থাকে। যদিও ল্যাপটপের তাপের সঙ্গে এ ধরনের স্বাস্থ্যগত সমস্যার কোনো গবেষণাভিত্তিক প্রমাণ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও