কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নলছিটি উপজেলা খাদ্যগুদাম সিলগালা, ৫ হাজার ৩৩৩ বস্তা চাল জব্দ

বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের পরিবর্তে পুরোনো আমন চাল সংগ্রহ করে গুদামজাত করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা খাদ্যগুদাম সিলগালা করে ৫ হাজার ৩৩৩ বস্তা (১৬০ টন) চাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক পিরোজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা। আজ বৃহস্পতিবার সেখানে আবারও অভিযান চালানো হচ্ছে।

দুদক সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে নলছিটি উপজেলা খাদ্যগুদামে বোরো মৌসুমে ৫৮০ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ২ হাজার ৪৪৩ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী তা সংগ্রহ করা হয়নি। উল্টো বোরো মৌসুমে বোরো চাল সংগ্রহ না করে খাদ্যগুদাম–সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পুরোনো আমন চাল সংগ্রহ করে গুদামে রাখেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৩৩৩ বস্তা (১৬০ টন) আমন চাল জব্দ করেছে দুদক। এ সময় একটি গুদাম সিলগালা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন