কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ব্রড-অ্যান্ডারসন: এমন জুটি কি আসবে আর

যদি দুজনের ক্যারিয়ারের একসঙ্গে তোলা কোনো ছবি নিজ নিজ বাসায় টাঙাতে চান, তাহলে কোনটি বেছে নেওয়া হবে, সে ব্যাপারে একমত স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

ওভালে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামার আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা গার্ড অব অনার দিয়েছিল শেষ টেস্ট খেলতে নামা ব্রডকে, সঙ্গী ছিলেন অ্যান্ডারসন। মাঠে ঢুকে একজন জড়িয়ে ধরলেন আরেকজনকে, পেছন থেকে তোলা ছবিতে স্পষ্ট দুজনের জার্সি নম্বর—ব্রডের ৮, অ্যান্ডারসনের ৯। ব্যাটিংয়ে নামার আগে এই ছবি দুজনের কাছেই প্রিয় হয়ে উঠেছে। ছবিটা স্মরণীয় তো বটেই। টেস্টেও যেমন স্মরণীয় হয়ে থাকবে দুজনের বোলিং জুটি। ওভালে শেষ হয়েছে অনেক বিখ্যাত ক্রিকেটারের ক্যারিয়ারই, ব্রডের অবসরে কাল সেখানে শেষ হলো স্মরণীয় এক বোলিং জুটিরও। টেস্ট ইতিহাসের সফলতম জুটিকে গতকাল একসঙ্গে বোলিং করতে দেখা গেল শেষবারের মতো।

ক্যারিয়ারে দুজন একসঙ্গে খেলে নিয়েছেন ১ হাজার ৩৯ উইকেট। শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার একসঙ্গে খেলে নেওয়া ১ হাজার ১ উইকেটের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিলেন আগেই। শুধুই পেসারদের মধ্যে থাকলে কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোস জুটিকে (৭৬২) তো পেছনে ফেলেছেন অনেক দিন আগেই।

ব্যাটিংয়ে ঠিক জুটি গড়ে তোলা রান যেমন, স্বাভাবিকভাবেই বোলিংয়ে তেমন নয়। সফলতম বোলিং জুটি যে বলা হচ্ছে, সেটিও একসঙ্গে খেলা ম্যাচে দুজনের মিলিত উইকেটসংখ্যার ভিত্তিতে। তবে অ্যান্ডারসন ও ব্রড ইংল্যান্ডের নতুন বলের দায়িত্ব ভাগ করেছেন দীর্ঘদিন। ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে প্রথমবার একসঙ্গে খেলেছিলেন। সিরিজের প্রথম টেস্টে হারের পর স্টিভ হার্মিসন, ম্যাথু হোগার্ডদের মতো অভিজ্ঞদের জায়গায় এসেছিলেন দুজন। শুরুটা ভালোই হয়েছিল, ঘুরে দাঁড়িয়ে সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন