কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি

এবার ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। আজ সোমবার ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল এ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে ২৩ শর্তে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি। নতুন তিনটি শর্ত হলো সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না; আদালতের দিকে মাইক ঘুরিয়ে দেওয়া যাবে না; আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না। 

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে এমন মৌখিক একটি বার্তা আমার কাছে এসেছে। তবে লিখিত কাগজ এখনো হাতে পাইনি।’

সরকার পতনের এক দফা দাবি আদায়ে গত শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা–কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। প্রথমে সমাবেশটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা ছিল। তবে পরবর্তীতে ভেন্যু পরিবর্তন করে দলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন