কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফ্ল্যাটে গুলি, কর্মচারী আহত, আওয়ামী লীগ নেতার ছিনতাইয়ের ‘নাটক’

রাজধানীর রমনা এলাকায় গতকাল রোববার এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা ঘটেছে, সেটা ছিনতাই ছিল না। বরং মো. মানিক নামের ওই যুবক গুলিবিদ্ধ হন তাঁর নিয়োগকারী আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন ওরফে বাচ্চুর ‘বাসায়’।

ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বলছে, বাসা থেকে গুলিবিদ্ধ মানিককে হাসপাতালে নিয়ে যান ইসমাইল। পরে এ ঘটনা ধামাচাপা দিতে তিনি ছিনতাইয়ের নাটক সাজান।

ডিবির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস প্রথম আলোকে বলেন, এটা ছিনতাইয়ের ঘটনা নয়। আসল ঘটনা ধামাচাপা দিতে ছিনতাইয়ের নাটক সাজানো হয়। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা ইসমাইল হোসেন ও তাঁর বাসার কর্মী মহিউদ্দিন রুবেল নামের দুজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে পারলে আসল রহস্য বের করা যাবে।’

পুলিশ সূত্র জানায়, ইসমাইল হোসেন ঢাকার শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি আগামী কমিটিতে সভাপতি পদপ্রার্থী। ইসমাইল পরিবহনশ্রমিকদের রাজনীতির সঙ্গেও যুক্ত। তাঁর পরিবহন ব্যবসা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন