কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এখন কেন আসাদকে পাশে চায় আরবরা

দেশ রূপান্তর সিরিয়া প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১৭:২২

এ বছর আরব লিগ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আমন্ত্রণ জানায় সৌদি আরব। কেবল সৌদি নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে আগ্রহী। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর আসাদের বিরোধিতা করা আরবরা হঠাৎ তাকে পাশে চাইছে কেন? লিখেছেন তৃষা বড়ুয়া


অবস্থান পরিবর্তন


চলতি বছরের ১৯ মে আরব লিগ সম্মেলনে যোগ দিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি যেন সম্মেলনে থাকেন, তা নিশ্চিতে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী কয়েকটি দেশকে বেশ কয়েক মাস খাটতে হয়েছিল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ইন্ধন ছিল না কারণ আসাদ সিরিয়ার ক্ষমতায় থাকুক, এটা তারা এখনো চায় না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পেয়েছে। তার জায়গা নেওয়ার চেষ্টা করছে চীন ও রাশিয়া। আসাদের আরব লিগ সম্মেলনে যোগ দেওয়া নিশ্চিতে যেমন যুক্তরাষ্ট্রের ইন্ধন ছিল না, ঠিক তেমনি চীন-রাশিয়ারও ছিল না। এই দায়িত্ব মধ্যপ্রাচ্য একাই পালন করে। প্রশ্ন হচ্ছে কেন? যেখানে অঞ্চলটির কয়েকটি দেশের বিশেষ করে কাতারের আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক মেরামতে আপত্তি আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও