কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নাম বদলে ‘এক্স’ বানিয়ে টুইটারকে আরও বড় ঝুঁকিতে ফেললেন মাস্ক?

দীর্ঘদিন যাবত এক্স অক্ষরটির প্রতি দুর্বলতা মাস্কের।

চার হাজার চারশো কোটি ডলার ব্যয়ে কেনা টুইটার ব্র‍্যান্ড এবং এর আইকনিক নীল পাখির লোগোকে কার্যত হত্যা করে এর ওপর x অক্ষরটি চাপিয়ে দিয়েছেন ইলন মাস্ক - যেটি একান্তই তার নিজের।

এক্স নিয়ে মাস্কের পরিকল্পনা হচ্ছে তিনি একে চীনের উইচ্যাটের মতো সুপার অ্যাপে পরিণত করতে চান। উইচ্যাট অ্যাপে গ্রাহকরা অনলাইনে বিনোদন এবং কেনাকাটার পাশাপাশি তাদের আপডেট পোস্ট এবং মেসেজিং করতে পারেন।

গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, বিজ্ঞাপনদাতাদের প্ল্যাটফর্ম বিমুখ করবে এমন পদক্ষেপ নেওয়া এবং সবমিলিয়ে তীব্র প্রতিযোগিতার বাজারে টুইটারকে অর্থনৈতিকভাবে দুর্বল করার মতো একগাদা বিরক্তিকর পদক্ষেপের পর পৃথিবীর এই শীর্ষ ধনী ব্র‍্যান্ডটির নাম পরিবর্তন করলেন বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

আইকনিক কোনো ইন্টারনেট ব্র‍্যান্ডের নাম বদল "খুবই ঝুঁকিপূর্ণ” তার উপর যখন ইনস্টাগ্রাম থ্রেডসের মতো নতুন ও ব্লুস্কাইয়ের মতো প্রতিদ্বন্দী অ্যাপের গ্রাহকপ্রিয়তা বাড়ছে —সিএনিবিসিকে বলেছেন ফরেস্টারের বিশ্লেষক মাইক প্রোলক্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন