কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনের আগেই জয়ের আশা

নির্বাচনের আগে আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করি- অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য। সবাই আন্তরিক হলে এর সবগুলোই করা সম্ভব, শুধু গ্রহণযোগ্য ছাড়া। একটি নির্বাচন যতই অংশগ্রহণমূলক হোক; অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক; গ্রহণযোগ্য কখনোই হবে না।

পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি আমাদের মধ্যে নেই। হারলেই আমরা কারচুপি, সূক্ষ্ম কারচুপি, চুরি, ডাকাতি, রাতে ভোট- নানান বাহানা তৈরি করে ফলাফল প্রত্যাখ্যান। পরাজয় মেনে নেওয়াকে আমরা আরেক দফা পরাজয় মনে করি। মেনে নেওয়া মানেই যেন ডাবল পরাজয়। কিন্তু কখনোই আপনি সবসময় জিতবেন না। জীবনে, ক্যারিয়ারে, খেলায়, রাজনীতিতে, নির্বাচনে আপনি কখনো সফল হবেন, কখনো ব্যর্থ; কখনো জিতবেন, কখনো হারবেন।

ইংরেজিতে একটা কথা আছে- ফেইলিওর ইজ দ্য পিলার অব সাকসেস। কিন্তু সেই পিলার নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। পরাজয় থেকে শিক্ষা নিয়ে যে আমরা ভবিষ্যৎ জয়ের প্রস্তুতি নেবো, সেটা আমাদের মনোজগতেই নেই। আমরা যে কোনো ভাবে জিততে চাই; কৌশলে, কূটকৌশলে, গায়ের জোরে, প্রশাসনের জোরে; যে কোনো মূল্যে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন