কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আমার ও মেয়ের খরচ আমাকেই চালাতে হয় : মিথিলা

ব্যক্তিজীবন নিয়ে অনেকবারই সমালোচনার তোপে পড়েছেন মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই হয়েছেন ট্রলের শিকার। যদিও এসবকে খুব একটা পাত্তা দেন না অভিনেত্রী। ট্রল, সমালোচনা কিংবা তাকে ঘিরে চাউর হওয়া গুজবের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায় না মিথিলাকে। তবে মাঝেমধ্যেই মিডিয়ার বিভিন্ন আয়োজনে হাজির হয়ে এসব বিষয়ে মুখ খোলেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি পডকাস্টে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নেতিবাচক বিষয়াদির প্রসঙ্গে নিজের ভাবনা প্রকাশ করেছেন মিথিলা।

সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভিটি কীভাবে হ্যান্ডেল করেন? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ওই মানুষগুলো আমাকে চেনে না, জানে না। তারা বাইরে থেকে বিভিন্ন অবস্থা দেখে এবং নিজের কল্পনার জগতে মিথিলাকে নিয়ে একটা কনসেপ্ট দাঁড় করায়।’

অভিনেত্রী আরও বলেন, যারা গালাগাল করেন, নোংরা কথা বলেন, এগুলো ওই মানুষেরই ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। এখানে আমার কোনো দায় নেই। কারণ আমি তাদের চিনি না, তারাও আমাকে চেনেন না। আমি এসব দেখিও না। সোশ্যাল মিডিয়া পরিচালনা করার জন্য আলাদা লোক আছে আমার। তারাই দেখেন। তাই এসব আমাকে আর প্রভাবিত করে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন