কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


উচ্চশিক্ষার সব তথ্য যেখানে পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে

৪০ বছর আগে এইচএসসি পাস করে যখন বের হই, তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেকগুলো অপশন বা বিকল্প আমার ছিল না। যত দূর মনে পড়ে, আমরা যাঁরা বিজ্ঞান বিভাগে পাস করেছিলাম, তাঁদের জন্য ছিল মেডিকেলের একটি, বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) প্রকৌশল ও স্থাপত্য নিয়ে দুটি, ইঞ্জিনিয়ারিং কলেজ তিনটি, কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি করে চারটি সুযোগ। এর মধ্যে গোটা তিনেকে ভর্তি পরীক্ষা দিয়ে আমার ঠিকানা হয়েছিল বুয়েটে। ৪০ বছর পর যখন এবারের এইচএসসি উত্তীর্ণদের ভর্তির কথা ভাবি, তখন আমার নিজেরই কেমন যেন লাগে। দেশে এখন ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয় আছে। আছে তিন শতাধিক বিষয়। আমার আগ্রহের জায়গা বলে জানি, কেবল কম্পিউটারবিজ্ঞানে পড়তে চাইলে একজন শিক্ষার্থী ৯০টির বেশি প্রতিষ্ঠানের একটিতে ভর্তি হতে পারে! অন্যান্য বিষয়েও নিশ্চয়ই তা-ই। তাহলে সদ্য এইচএসসি উত্তীর্ণ একজন শিক্ষার্থী কেমন করে সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীরা যেহেতু খোঁজ খবর রাখেন, কাজেই তাঁরা শতাধিক বিশ্ববিদ্যালয়ের কথা জানেন। কিন্তু তাঁদের অভিভাবকদের জন্য কাজটা কঠিন। কারণ তাঁদের নিজেদের সময়ে এত সুযোগ-সুবিধা ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন