কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


তাজমহলের দেয়ালের পাশে থই থই যমুনার পানি, ৪৫ বছরের মধ্যে প্রথম

যমুনার উপচে পড়া পানি দিল্লির লাল কেল্লার দেয়াল ছোঁয়ার এক সপ্তাহ পর আগ্রার অমর স্থাপত্য তাজমহলের দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে। ৪৫ বছরের মধ্যে এই প্রথম তাজমহলের দেয়ালের পাশে থই থই করছে যুমনার জল।

এতে দেখা দিয়েছে উদ্বেগ, বন্যার পানিতে সপ্তদশ শতাব্দীতে নির্মিত শ্বেত পাথরের স্মৃতিসৌধটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে উত্তর প্রদেশসহ ভারতের উত্তরাঞ্চলে অস্বাভাবিক ভারি বৃষ্টি হওয়ার পর যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে। ১ জুন বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে উত্তর প্রদেশে স্বাভাবিকের চেয়ে ১০৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।  

এর আগে ১৯৭৮ সালে যমুনার পানি ছুঁয়েছিল তাজমহলের দেয়াল। ওই সময় দিল্লিতে যমুনার পানির স্তর বেড়ে ২০৭ দশমিক ৪৯ মিটার পর্যন্ত উঠেছিল, কিন্তু এবার ওই রেকর্ড ভেঙে পানি উঠেছিল ২০৮ দশমিক ৬৬ মিটার পর্যন্ত।

ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের (সিডব্লিউসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে তাজমহলের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনার পানি বেড়ে ১৫২ মিটার উচ্চতায় উঠে সম্ভাব্য বিপদের সতর্কসীমা (১৫১ দশমিক ৪ মিটার) পার হয়ে যায়। এখানে নদীর পানির স্তরের ১৫২ দশমিক ৪ মিটার উচ্চতাকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন