কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এবার আমিরাতের সঙ্গে রুপি ও দিরহামে বাণিজ্য করবে ভারত

নিজস্ব মুদ্রা রুপিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও গ্রহণযোগ্য করার পথে আরেক ধাপ এগোল ভারত। এবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন রুপি ও দিরহামে হবে—দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে এ নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা এ সমঝোতা স্মারকে সই করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্যে শনিবার ওই সমঝোতা স্মারক সই হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এবং সংযুক্ত আরব আমিরাতের ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্মের (আইপিপি) মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের বিষয়েও একমত হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন